School Logo
image
ধাপ: ছাত্র/ছাত্রীর প্রোফাইল পুরণ করুন।
  • একজন নতুন আবেদনকারীকে "Apply Now" বাটনে ক্লিক করতে হবে যে প্রোগ্রামের জন্য তিনি আবেদন করতে চান। আবেদনকারীকে একটি প্রোফাইল তৈরী করতে হবে।
  • একটি ভর্তি প্রোগ্রামের জন্য আবেদনের পর, আবেদনকারীরা প্রোগ্রাম পরিবর্তন করতে পারবেন না।
  • আবেদনর সাথে সাথেই ফর্মের মূল্য পরিশোধ করা যায়।
  • যদি কোন কারনে আবেদনর সাথে সাথেই ফর্মের মূল্য পরিশোধ করতে না পারেন তাহলে পরবর্তিতে পেমেন্ট অপশন থেকে শুধুমাত্র ফর্মের মূল্য পরিশোধ করলেই আপনার আবেদন সফল হবে।
  • শুধুমাত্র সফল আবেদনরই এ্যাডমিট কার্ড তৈরি হয়।
  • শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী এ্যাডমিট কার্ড সাথে সাথে অথবা নির্দিষ্ট তারিখে সংগ্রহ করা যাবে।
If you already applied on Admission Program, you may Pay, Download Admission Form, Download Admit and View Result
Admission Program
SRL No. Class Shift Application Deadline Application Fee Apply Link